সার্জিক্যাল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা - Surgical Treatment in Homoeopathy





সার্জিক্যাল রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা - Surgical Treatment in Homoeopathy

                                                                                                                          - Dr. Md. Jahangir Alam


সফল হোমিওপ্যাথি চিকিৎসা পেতে হলে জানতে হবে................


সার্জিক্যাল রোগ: আমরা হোমিওপ্যাথরা বলি অপারেশন মানেই ব্যর্থতা। যেমন প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় টিউমার, অর্শ, আঁচিল, এপেন্ডিসাইটিস, পিত্ত পাথর, কিডনি পাথর, অগ্নাশয়ে পাথর ইত্যাদি রোগ সমূহ চিকিৎসা করে সুস্থ করতে পারে না বিধায় অপারেশন করে ফেলে দেয়। বেশিরভাগ সময় দেখা যায় অপারেশন করার পরে রোগী সে রোগে আবার আক্রান্ত হয় অথবা নতুন জটিলতা তৈরি হয়, এমনকি ক্যান্সার হতেও দেখা যায়।

এরূপ সার্জিক্যাল রোগে আক্রান্ত বেশিরভাগ রোগী অপারেশন ছাড়াই হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়। এবং তার সামান্য কুফল বা দাগও বর্তমান থাকেনা। তবে যারা চিকিৎসায় সুস্থ হয়না তাদের বাধ্য হয়ে অপারেশন করার পক্ষে হোমিওপ্যাথি।


উচ্চতর ডিগ্রী ও প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক

 🌟ডা . মো : জাহাঙ্গীর আলম 🌟

বিএইচএমএস ( ঢাবি ),এমপিএইচ ,পিজিডি ( মেডিসিন ) 
এমএফ হোম ( মালয়েশিয়া ),পিজি হোম ( লন্ডন )
হোমিওপ্যাথিক চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ( আমেরিকা , ফ্রান্স , জার্মান , ভারত , থাইল্যান্ড )

 রেজিস্ট্রার - কাম - সেক্রেটারী , বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 চেয়ারম্যান , হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট

 মহাসচিব , স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ যুগ্ম মহাসচিব , 
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল গ্রাজুয়েট এসোসিয়েশন
 ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট , এসিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগ


আগ্রহীগণ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন। 📞 01921219798 ওয়েব সাইট : https://hfbd.org.bd/Doctors/ ইউটিউব চ্যানেল:   @homeopathicpresc...  ফেসবুক পেজ : https://www.facebook.com/HomeopathicF... যোগাযোগের ঠিকানা: (হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল) ৬৭৪, পশ্চিম কাজীপাড়া, বেগম রোকেয়া স্বরণী ,মিরপুর , ঢাকা -১২১৬ (কাজীপাড়া বাসষ্ট্যান্ড ও কেন্দ্রীয় মসজিদের উত্তরে)। মোবাইল 📞 : 01921219798 স্বাক্ষাতের পূর্বে ফোন করে সিরিয়াল দিবেন। * বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ*


Comments

Popular Posts

সাধারণ শ্বাসকষ্ট না হাঁপানি? এই ৫ লক্ষণ দেখে বুঝুন

লাইপোমা বা টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা।