Posts

Showing posts from June, 2023

লাইপোমা বা টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা।

Image
  লাইপোমা ( LIPOMA)  কার্যকরি হোমিওপ্যাথিক ঔষধ সমূহ: লাইপোমা হচ্ছে শান্ত বা নির্দোষ চর্বিযুক্ত টিস্যু দিয়ে তৈরি টিউমার।  চর্বি বা ফ্যাট:  মানব দেহে ফ্যাট বা চর্বি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের নীচের ফ্যাট বা সাব কিউটেনাস ফ্যাট আমাদের  শরীরকে তাপ-শৈত্যের প্রভাব থেকে রক্ষা করে। প্রত্যেকের শরীরে এই চর্বি বা ফ্যাট কম বা বেশি পরিমাণে  আছে। আর ত্বকের নীচের এই ফ্যাট বা চর্বি মাঝে মাঝে শরীরের সাথে  প্রতিকূলাচরণ করে। যখন  ফ্যাট টিস্যু শরীরের এক যায়গায় অথবা শরীরের বিভিন্ন যায়গায় জমা হয়ে গুটির আকার ধারণ করে  এক ধরনের চর্বি জাতীয়  টিউমার ( লাইপোমা) তৈরি করে।ত্বক ও মাংসপেশির মাঝে সৃষ্টি হয় লাইপোমার। লাইপোমাগুলোতে হাত দিয়ে স্পর্শ করলে নরম  অনুভব হয়, আঙুল দিয়ে চাপ দিলে এটি নড়াচড়া করে।তবে কিছু ক্ষেত্রে লাইপোমাগুলো শক্ত হয়, কিন্তু নড়াচড়া করে। সাধারণতঃ লাইপোমা ব্যথা হয় না। কিন্তু লাইপোমাগুলো   বড় হলে রক্তনালি( Blood vessels) বা স্নায়ুকোষ ( Nerve cells)'এ চাপ পড়লে   ব্যথা হতে পারে। লাইপোমা সাধারনতঃ এক সেন্টিমিটার ব্যাসে...

এপিডিডাইমাল সিস্ট Epididymal Cyst হোমিও চিকিৎসা

Image
এপিডিডাইমাল সিস্ট  Epididymal Cyst  পুরুষদের অন্ডকোষের রোগ। পুরুষদের প্রতিটি টেস্টিসের বা অণ্ডকোষের উপরের অংশ যেখানে শুক্রাণু সংরক্ষিত হয় তাকে এপিডিডাইমিস বলে। এর মাধ্যমে শুক্রাণু টেস্টিকল থেকে স্পার্মাটিক নালীতে যেয়ে থাকে। এতে কোন ধরনের অস্বাভাবিক থলি বা সিস্ট ডেভেলপ করলেই তাকে এপিডিডাইমাল সিস্ট  Epididymal Cyst  বলা হয়। এপিডিডাইমাল সিস্ট  Epididymal Cyst  উপসর্গ ছোট আকারের কারণে প্রথমে এপিডিডাইমাল সিস্টের লক্ষণগুলি অনেকের ক্ষেত্রেই বুঝা যায় না। তার বৃদ্ধির সময় ব্যথা অনুভব করতে শুরু করে, এক সময় প্রসারিত সিস্টটি স্নায়ু এবং রক্তনালীগুলি সংকুচিত করতে শুরু করে। আরো যে যে লক্ষণগুলি দেখা যায়- অণ্ডকোষে বা এপিডিডাইমিসে ব্যথা হয় অণ্ডকোষ বা কুঁচকি ফোলে যেতে পারে স্থানটি গরম হয়ে থাকতে পারে মলত্যাগ করার সময় ব্যথা অনুভব করুন বীর্যপাতের সময় বা যৌন মিলনের সময় ব্যথা কারো কারো ক্ষেত্রে জ্বালাপোড়া হতে পারে বেশি বড় হয়ে গেলে হাঁটতে অসুবিধা জ্বর এবং আরও প্রদাহ হতে পারে এপিডিডাইমাল সিস্ট  Epididymal Cyst  জটিলতা কারো কারো ক্ষেত্রে কোন সমস্যা ...