লাইপোমা বা টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা।
লাইপোমা ( LIPOMA) কার্যকরি হোমিওপ্যাথিক ঔষধ সমূহ: লাইপোমা হচ্ছে শান্ত বা নির্দোষ চর্বিযুক্ত টিস্যু দিয়ে তৈরি টিউমার। চর্বি বা ফ্যাট: মানব দেহে ফ্যাট বা চর্বি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্বকের নীচের ফ্যাট বা সাব কিউটেনাস ফ্যাট আমাদের শরীরকে তাপ-শৈত্যের প্রভাব থেকে রক্ষা করে। প্রত্যেকের শরীরে এই চর্বি বা ফ্যাট কম বা বেশি পরিমাণে আছে। আর ত্বকের নীচের এই ফ্যাট বা চর্বি মাঝে মাঝে শরীরের সাথে প্রতিকূলাচরণ করে। যখন ফ্যাট টিস্যু শরীরের এক যায়গায় অথবা শরীরের বিভিন্ন যায়গায় জমা হয়ে গুটির আকার ধারণ করে এক ধরনের চর্বি জাতীয় টিউমার ( লাইপোমা) তৈরি করে।ত্বক ও মাংসপেশির মাঝে সৃষ্টি হয় লাইপোমার। লাইপোমাগুলোতে হাত দিয়ে স্পর্শ করলে নরম অনুভব হয়, আঙুল দিয়ে চাপ দিলে এটি নড়াচড়া করে।তবে কিছু ক্ষেত্রে লাইপোমাগুলো শক্ত হয়, কিন্তু নড়াচড়া করে। সাধারণতঃ লাইপোমা ব্যথা হয় না। কিন্তু লাইপোমাগুলো বড় হলে রক্তনালি( Blood vessels) বা স্নায়ুকোষ ( Nerve cells)'এ চাপ পড়লে ব্যথা হতে পারে। লাইপোমা সাধারনতঃ এক সেন্টিমিটার ব্যাসে...